ফুলতলী ছাহেব বাড়ির পুকুর থেকে ছাত্রের লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৩, ৭:৩৬:৫৩ অপরাহ্ন
জকিগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : জকিগঞ্জে নিখোঁজের দুই দিন পর আল্লামা আব্দুল লতিফ ফুলতলী (র.) বাড়ির পুকুর থেকে সালমান আহমদ তায়েফ (১১) নামের এতিমখানার এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার বিকালের দিকে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ওই ছাত্র মৌলভীবাজার জেলার রাজনগর থানার ইন্দানগর পানপুঞ্জী গ্রামের মৃত মো. আফতাব আলীর ছেলে ও ফুলতলী ছাহেব বাড়ির এতিমখানায় হিফজ বিভাগে অধ্যয়নরত ছিলো।
গত রোববার দুপুরের দিকে সালমান আহমদ তায়েফ ফুলতলী ছাহেব বাড়ি এলাকা থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় এতিমখানার শিক্ষক আব্দুল মুকিত থানায় নিখোঁজের বিষয়টি উল্লেখ করে জিডি করেন। নিখোঁজ শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, তায়েফ গত ৫ মার্চ নিখোঁজ হয় মর্মে থানায় একটি জিডি করা হয়। গত মঙ্গলবার দুপুরে কর্তৃপক্ষ থানায় খবর দেন- তায়েফের মরদেহ ছাহেব বাড়ির পুকুরে ভেসে উঠেছে। খবর পেয়ে থানার ওসি (তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনান লাশ উদ্ধার করেন।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি আল্লামা আব্দুল লতিফ ফুলতলীর বাড়ির পুকুরে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন সিলেটের বিশ্বনাথ উপজেলার বেতসান্দি গ্রামের মাস্টার সামছুদ্দিনের ছেলে মানসিক ভারসাম্যহীন খসরু মিয়া (৪০)। নিখোঁজের প্রায় ৬ ঘণ্টা পর স্থানীয় জনতা খসরু মিয়ার লাশ উদ্ধার করেন।