সিলেটে আন্তর্জাতিক নারী দিবস পালিত
স্মার্ট বাংলাদেশ গড়তে সকল ক্ষেত্রে নারীদের পারদর্শী হয়ে উঠতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৩, ৭:৩৪:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সারাদেশের মতো সিলেটেও পৃথক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, নারী ছাড়া কোনো কাজই সম্ভব নয়। নারীরা আজ স্বাবলম্বী হয়ে উঠছেন। নিজেদের পায়ে তারা দাঁড়িয়ে সকল ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন। বিশেষ করে পুরষদের সাথে তাল মিলিয়ে নারীরা দেশের গুরুত্বপূর্ণ স্থান সহ সকল ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে জেন্ডার বৈষম্য নিরসন সহ সকল ক্ষেত্রে নারীদের পারদর্শী হয়ে উঠতে হবে।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেট: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য, বেগম রোকেয়া ও বঙ্গমাতা পদকপ্রাপ্ত সৈয়দা জেবুন্নেছা হক, এডিশনাল এসপি (এডমিন এন্ড ফিন্যান্স) মাহফুজা আক্তার শিমুল। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক শাহিনা আক্তার। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানা, সাংবাদিক হাসিনা বেগম চৌধুরী, সিনিয়র সাংবাদিক আল-আজাদ, জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান হেলেন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ, বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকগণ ও বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দ।
এর আগে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসনের কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তরা ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন শ্লোগানকে সামনে রেখে সবাইকে কাজ করার আহবান জানান।
মানবাধিকার সংগঠন অধিকার: বিশ্ব নারী দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার সিলেটের উদ্যোগে আয়োজিত সিলেট প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী।
মানবাধিকার সংগঠন অধিকার সিলেটের কো-অর্ডিনেটর সাংবাদিক মো.মুহিবুর রহমানের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মো.কাউসার আহমদ,সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনোয়ার আহমদ, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, নারী সংগঠক ফাহিমা আক্তার ও অধ্যাপক জামাল হোসেন। মূল বক্তব্য পাঠ করেন মানবাধিকার কর্মী আলী আহসান হাবীব। মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন মানবাধিকার কর্মী মোহাম্মদ শাহ আলম, শাবিপ্রবির ছাত্র আসাদুল্লাহ, নাহিদ ইসলাম, শাহিন ইসলাম, সংগঠক মো.আশরাফুল হক, মো.ইমরান আহমদ, মো.সোহেল আহমদ, মঞ্জুর আহমদ ও সৈয়দ কায়সান ফাইয়াজ প্রমুখ।
গ্রাসরুটস ও উইমেন এন্ড ই-কমার্স ট্্রাস্ট: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল বুধবার তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস), উইমেন এন্ড ই-কমার্স ট্্রাস্ট (উই ) যৌথ আয়োজনে ইভেন্ট পার্টনার বুম বক্স কমিউনিকেশন ও বিসিকের সহযোগিতায় যৌথভাবে আলোচনা সভা ও বীরকন্যা প্রীতিলতা চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
গ্রাসরুটস এর জাতীয় সমন্বয়কারী অনিতা দাশ গুপ্তার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোহাম্মদ মোবারক হোসেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভারতের রাজনীতিবীদ চলচ্চিত্র ও মঞ্চ অভিনেত্রী সায়েরা শ্বাহ হালীম, প্রীতিলতা ওয়েদ্দারের উপর নির্মিত বীরকন্যা প্রীতিলতা চলচ্চিত্রের অভিনেতা কামরুজ্জামান তাপু। আলোচনা সভা সঞ্চালনা করেন গ্রাসরুটস সিলেট মহানগর সম্পাদক নাফিজা শবনম । আলোচনা সভায় আয়োজনকারী সংগঠনগুলির সদস্য ও নেত্রীবৃন্দ সহ বিভিন্ন শ্রেনীর নারী পুরুষ উপস্থিত ছিলেন।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবসে হবিগঞ্জের মাধবপুর র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনজুর আহ্সান।
মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাহান বিন কুতুব, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, বিআরডিবি কর্মকর্তা মোঃ ফয়সল চৌধুরী, তথ্য আপা মেরিনা নাসরিন, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ ফারুক পাঠান, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, কাউন্সিলর ইশরাত জাহান ডলি, ব্র্যাক কর্মকর্তা আলমগীর হোসেন, উদ্যোক্তা জুবায়দা আক্তার স্বর্ণা প্রমুখ।
ধর্মপাশা: ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে গতকাল বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি ও গণমিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে গণমিলনায়তনে এসে সমাপ্ত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সানমুন হাসান বিপ্লব। প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, আনসার বিডিপি অফিসার তৌফিক মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান, এলজিইডি প্রকৌশলী সাহাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, সঞ্জয় রায় চৌধুরী, মোকাররম হোসেন, খোকা ও তরিকুল ইসলাম পলাশ প্রমুখ।