শবে-বরাতের রাতে নগরীতে যুবকের লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৩, ৭:৩৯:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পবিত্র শবে-বরাতের রাতে (মঙ্গলবার রাতে) নগরীর কালীঘাট কামালগড় এলাকায় একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম খালেদ আহমদ (২৫) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের মৃত মাসুক মিয়ার পুত্র এবং তিনি কালীঘাটে শাহিন মিয়ার দোকানে কর্মচারী। এছাড়াও মাঝে মধ্যে তিনি ইলেকট্রিকের কাজ করতেন।
নিহত খালেদের মা আছিয়া বেগম জানান, সোমবার রাতে একসাথে মা ও ছেলে সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে খালেদকে বাসায় রেখে তিনি কাজে বেরিয়ে যান। মঙ্গলবার সন্ধ্যার পরে বাসায় ফিরে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে দেয়ালের উপর দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় তিনি দেখতে পান। পরে খবর পেয়ে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই নিশু দে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ওই যুবক আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে । ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।