নগরীর বন কলাপাড়ায় গরুর খামারে আগুনে পুড়লো ৭টি গরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৩, ৭:৩৮:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ নগরীর সুবিদবাজার, বন কলাপাড়ার ৭৯ নং বাসার গরুর খামারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে গোয়ালঘরসহ ৭টি গরু পুড়ে গেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ওই বাসার মালিক সিকান্দার খাঁন ওরফে বাদশা মিয়া জানিয়েছেন, গোয়াল ঘরে মশার কয়েল থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সিলেট কন্ট্রোল রুম থেকে জানানো হয় গরুর খামারে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকান্ডের কারণ হিসেবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক গোলযোগ বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।