গোলাপগঞ্জে তেলবাহী লরীর ট্যাংকির ভেতর থেকে সহকারীর লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৩, ৭:৩৯:৫৪ অপরাহ্ন

গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : গোলাপগঞ্জে তেলবাহী লরীর ট্যাংকির ভেতর থেকে এক সহকারীর লাশ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বৈটিকর বাজারে লরীর ট্যাংকির ভেতর থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত সামছুল ইসলাম কুদ্দুস (৫০) উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র।
জানা যায়, গত মঙ্গলবার শবেবরাতের রাতে ডিউটি শেষ করে নিহত কুদ্দুছ বাড়ি ফিরে যাননি। তখন বাড়ির লোকজন ও গাড়ির চালক তার খোঁজ করছিলেন। পরবর্তীতে ভোর সাড়ে ৪টার দিকে গাড়ির চালক গাড়ির পাশে গিয়ে নিহত ব্যক্তির মুঠোফোনে কল দিলে শব্দ শুনতে পান। তখন গাড়ির উপরে উঠে চালক দেখতে পান- ট্যাংকির ঢাকনা খোলা ও ট্যাংকির ভেতরে তার লাশ পড়ে আছে। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ, ফায়ার সার্ভিস, সিআইডি ঘটনাস্থলে আসে। এরপর সকাল সাড়ে ৭টার দিকে গাড়ির ট্যাংকির ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গাড়ির ট্যাংকির ভেতরে ঢুকলে গ্যাসের বিষক্রিয়ায় শ্বাস রোধ হয়ে তিনি মারা যেতে পারেন।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা সুমন চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গাড়ির ট্যাংকির ভেতরে ঢুকলে গ্যাসের বিষক্রিয়ায় শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে কিভাবে তার মৃত্যু হয়েছে, তা’ পুরোপুরি জানা যাবে বলে জানান তিনি।