খাদিম নগরে শফিক চৌধুরী
এলাকার উন্নয়নের স্বার্থে নৌকাকে বিজয়ী করুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৩, ৭:২৯:০৭ অপরাহ্ন

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, স্থানীয় নির্বাচন সরকার বদলের কোনো নির্বাচন নয়। এ নির্বাচন হচ্ছে এলাকার উন্নয়নের নির্বাচন। তাই এলাকার উন্নয়নের জন্য ইকলাল আহমদকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন। তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের ক্ষেত্রে বিশেষ নজর রাখবে।
গতকাল বৃহস্পতিবার বাদ জোহর ছালিয়া এলাকায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান আহমদ, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, চেয়ারম্যান প্রার্থী ইকলাল আহমদ, সেলিম আহমদ সেলিম, তেরা মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি