এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ
সিলেটে তিন ভেন্যুতে পরীক্ষার্থী ৪৫৭৭ জন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৩, ৭:৪৪:০৮ অপরাহ্ন
ডা: এসএম আসাদুজ্জামান জুয়েল: সিলেটসহ সারাদেশে এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। এবার মেডিকেলে ভর্তির জন্য আবেদন করেছেন এক লাখ ৩৯ হাজার ২১৭ জন।
এদিকে, সিলেটে তিনটি কেন্দ্রে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৪৫৭৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এরমধ্যে ভেন্যু-১ ওসমানী মেডিকেল কলেজ কেন্দ্রে ২২৫৫ জন, ভেন্যু-২ সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ১২৩৬ জন এবং ভেন্যু-৩ সরকারি অগ্রগামী উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ১,০৮৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: শিশির রঞ্জন চক্রবর্তী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, বিএমএ ও স্বাচিপসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করতে হবে। সাড়ে ৯টার পর কেন্দ্রে ফটক বন্ধ হয়ে যাবে। কেন্দ্রের ফটক খোলা থাকবে সকাল ৮টা থেকে।
এদিকে, বৃহস্পাতিবার সচিবালয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত ভর্তি নীতিমালা ২০২৩ অনুযায়ী-আসন্ন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারা দেশে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন অনলাইনে টেলিটকের মাধ্যমে গ্রহণ করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এ বছর মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ৩৯ হাজার ২১৭ জন। সরকারি-বেসরকারি মিলিয়ে ১০৮টি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ১২ জন পরীক্ষার্থী।
দেশে মোট সরকারি মেডিকেল কলেজ ৩৭টি। সরকারি মেডিকেলে এমবিবিএসে চার হাজার ৩৫০টি আসন রয়েছে। মেধা কোটায় তিন হাজার ৩৮৪ জন, জেলা কোটায় ৮৪৬ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮৭ জন ও উপজাতি কোটায় ৩৩ জন ভর্তি হতে পারবেন।
এছাড়া ৭১টি বেসরকারি মেডিকেল কলেজের ছয় হাজার ৭৭২টি আসনের জন্য ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে থেকে ৩৩ হাজার ৮৬০ জন শিক্ষার্থী মেধা ও পছন্দের ভিত্তিতে ভর্তির জন্য বিবেচিত হবে বলে জানান জাহিদ মালেক। সরকারি মেডিকেল কলেজে একটি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ৩২ জন। সরকারি ও বেসরকারি প্রতিটি আসনের জন্য ১২ দশমিক পাঁচজন পরীক্ষার্থী বলেও জানান মন্ত্রী।#