স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট নাগরিক গড়ে তুলতে হবে ——-বিভাগীয় কমিশনার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৩, ৭:৪২:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট নাগরিক গড়ে তুলতে হবে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সিলেট সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র সিলেট বিভাগের ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর অন্তর্ভুক্ত ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের অধীনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিশনার আরও বলেন, স্মার্ট নাগরিক গড়ে তোলার জন্য পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই কর্মসূচির মাধ্যমে শিশুরা আনন্দের মধ্যদিয়ে কর্মসূচির বইগুলো পড়ে তাদের শৈশব সুন্দর করে গড়ে তুলতে পারবে।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন সাবেক সচিব ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি মো. আমিনুল ইসলাম ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক উইংয়ের পরিচালক ও স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের পরিচালক প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন। কর্মশালার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির কো-টিম লিডার শামীম আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির ডেপুটি টিম লিডার (প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন আহমেদ।