যে সব এলাকায় কাল টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৩, ৭:৪৮:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট মহানগরীসহ আশপাশের অনেক এলাকায় আগামীকাল শনিবার টানা ১০ ঘণ্টা এবং কিছু এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর কারণ হিসেবে বৈদ্যুতিক ট্রান্সফরমারে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের কথা বলা হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এবং ২ এর নির্বাহী প্রকৌশলী প্রেরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর পক্ষ থেকে জানানো হয়, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে মির্জাজাঙ্গাল, শাহজালাল ঘাট, কিনব্রিজ, নবাব রোড, রামের দিঘীর পাড়, সুরমা মার্কেট, তোপখানা, লালাদিঘীর পাড়, নবাব রোড, ঘাসিটুলা, মজুমদার পাড়া, শামিমাবাদ আ/এ, কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকর পাড়া, শেখঘাট, কাজির বাজার, তেলিহাওর, তালতলা, মেডিকেল রোড, কাজলশাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবীবাজার, মধুশহীদ, মুন্সীপাড়া, সাগরদিঘীর পাড়, মিরের ময়দান, পুলিশ লাইন, বর্ণমালা পয়েন্ট, মুনিপুরি বস্তি, সুবিদ বাজার, আম্বরখানা (আংশিক), ফাজিলচিশত, সুবিদ বাজার মিতালী গলি, জালালাবাদ, পীরমহল্লা, হাউজিং এষ্টেট, লিচু বাগান, মজুমদারী, পাহাড়িকা, বাদাম বাগিচা এলাকা।
এদিকে, বিউবো-২ এর পক্ষ থেকে জানানো হয়, শনিবার ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এছাড়া, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর ও পীরেরচক এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।