ছাতকে সকল অপরাধ শূন্যের কোটায় নিয়ে আসতে হবে …ডিআইজি শাফিউর রহমান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৩, ৮:০১:০৩ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম বার (পিপিএম) বলেছেন, পুলিশ সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। কোন পুলিশ কর্মকর্তা যদি মাদক, চাঁদাবাজিসহ অপরাধিদেরকে সহায়তা করেন- এ ধরনের সংবাদ পেলেই তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, ছাতকে টিকটক করাকে কেন্দ্র করে সম্প্রতি সাইফুল আলম হত্যাকান্ডে যারা জড়িত, তারা কোন অবস্থায়ই ছাড় পাবেনা। পুলিশকে অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতার প্রয়োজন রয়েছে। ছাতকে মাদক, চোরাচালান, চাঁদাবাজি, মারামারিসহ সকল অপরাধ শূন্যের কোটায় নিয়ে আসতে হবে।
গতকাল বৃহস্পতিবার সকালে ছাতক থানা আয়োজিত শহরের মড়ল কমিউনিটি সেন্টারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি এ সব কথা বলেন।
সুনামগঞ্জের পুলিশ সুপার এহসান শাহ’র সভাপতিত্বে ও সহকারি পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিকের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারি কমিশনার (ভূমি)
ইসলাম উদ্দিন, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি সৈয়দ আহমদ। বক্তব্য রাখেন ছাতক পৌরসভার কাউন্সিলর ইরাজ মিয়া ও ছাত্রনেতা আব্দুল কাদির তালুকদার।
মতবিনিময় সভায় সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-অর্থ) মোহাম্মদ আবু সাঈদ, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) হাসান রাশেদ পরাগ, পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, পৌর কাউন্সিলর হাজী নাজিমুল হক, আফরোজ আলী, রশিদ আহমেদ খছরু, তাছলিমা জান্নাত কাকলী, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাসহ পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ি ও মুক্তিরগাঁও অষ্টগ্রামের লোকজন উপস্থিত ছিলেন।