সিলেটে যুবদলের বিক্ষোভ মিছিল
‘যুবদল নেতাকর্মীদের গ্রেফতার ও গুম করে ক্ষমতায় থাকা যাবে না’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৩, ৮:২৬:০৩ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নাকে ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতারের প্রতিবাদে ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগরে উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা গল্লির সামন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেকের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। তিনি বলেন, পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের হত্যা-গুম করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। অবিলম্বে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নাসহ ‘গায়েবী মিথ্যা’ মামলায় কারান্তরীণ সকল নেতাকর্মীর মুক্তি দিতে হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, যুবদল কেন্দ্রীয় সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, যুবদল কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর, যুবদল কেন্দ্রীয় সহ সভাপতি ইউসুফ বিন জলিল কালু, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক ও যুবদল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীনকে মুক্তির দাবি তুলেন।
এ সময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা আখতার আহমদ, তোফাজ্জল হোসেন বেলাল, আশরাফ উদ্দিন ফরহাদ, সুহেল মাহমুদ, নজরুল ইসলাম, মিজানুর রহমান নেছার, লিটন আহমদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, রায়হান আহমদ, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জয়নুল ইসলাম, এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা প্রমুখ। বিজ্ঞপ্তি