জৈন্তাপুরে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য গ্রেফতার ৩টি মোটরসাইকেল উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৩, ৮:২৯:৪০ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৯ এর একটি দল গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের থেকে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত চোর চক্রের ৩ সদস্য হলো, জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ডুডিক এলাকার আব্দুল জব্বারের পুত্র জাকির হোসেন(২১) ও জাহেদ হোসেন(১৯) এবং একই উপজেলার দরবস্ত ইউনিয়নের চাল্লাইন এলাকার বাসিন্দা তাহির আলীর পুত্র আবুল কালাম(২০)। গ্রেফতারকৃত আসামী ও জব্দ মালামাল জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।