জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশ্ব কিডনী দিবস উদযাপন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৩, ৮:৫৬:১৬ অপরাহ্ন

ডাক ডেস্ক : জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব কিডনী দিবস’ উদযাপন করা হয়েছে। হাসপাতালের নেফ্রোলজি বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল র্যালী ও আলোচনা সভা।
দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সুস্থ কিডনী সবার জন্য, অপ্রত্যাশিত দুর্যোগের প্রস্তুতি, প্রয়োজন ঝুঁকিপূর্ণদের সহায়তা’।
দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক একেএম দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. তারেক আজাদ।
অনুষ্ঠান সমূহে আরো উপস্থিত ছিলেন ডার্মাটোলজি এন্ড ভেনেরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শামীমা আক্তার, মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নাহিদ ফাতেমা, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সৈয়দ আলমগীর সাফওয়াত রানা, সার্জারী বিভাগের অধ্যাপক নূরুল কাইয়ুম মোহাম্মাদ মুসাল্লিন, মেডিসিন বিভাগের অধ্যাপক বিদিত রঞ্জন দেব, ডেন্টাল সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. শফিকুল আলম তালুকদার, সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শফিউল ইসলাম, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মুইজ উদ্দিন আহমেদ চৌধুরী, ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাবের আহমেদ চৌধুরী, এনেস্থেসিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. পরিমল কিশোর দেব, হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমেদ শিপলু, আইসিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. সৈয়দ ওহিদুল হক, নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. মো. আওলাদ হোসেন, ডার্মাটোলজি এন্ড ভেনেরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইকবাল আহমেদ, সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুহাম্মাদ এনায়েত করিম, হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদ প্রমুখ।