আজমিরীগঞ্জে ইয়াবাসহ তিন যুবক আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৩, ৮:৫৮:০৮ অপরাহ্ন

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার ভোর চারটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-পৌরসভার গোপাল নগরের বাসিন্দা মৃত শাহিবুর রহমানের পুত্র মারুফ মিয়া (৩০), কৃষ্ণনগরের বাসিন্দা নুর হোসেনের পুত্র রাকিব মিয়া (২৬) এবং সদর ইউনিয়নের বিরাট বড়বাড়ি গ্রামের বাসিন্দা দুলন মিয়ার পুত্র শাওন মিয়া (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক ভুপেন্দ্র বর্মনের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত টহলে যায়। এ সময় নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বেচাকেনার সময় হাতেনাতে আটক করে তাদের ব্যবহৃত একটি টিভিএস মোটর সাইকেল জব্দ করা হয়।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাসুক আলী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর রাতে পুলিশের নিয়মিত অভিযানের সময় তাদের নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বেচাকেনার সময় হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।