রাগীব-রাবেয়া সাহিত্য পুরস্কার ও রাগীব-রাবেয়া ফাউন্ডেশন একুশে সম্মাননা অনুষ্ঠান আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৩, ৪:৩৮:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : রাগীব-রাবেয়া সাহিত্য পুরস্কার ও রাগীব-রাবেয়া ফাউন্ডেশন একুশে সম্মাননা অনুষ্ঠান আজ শনিবার সকাল ১০টায় রাগীবনগরের লিডিং ইউনিভার্সিটির শহীদমিনার প্রাঙ্গণে শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পপতি, শিল্প সাহিত্যের অন্যতম পৃষ্টপোষক, প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক দানবীর ড. রাগীব আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, লিডিং ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার বনমালী ভৌমিক।
রাগীব-রাবেয়া সাহিত্য পুরস্কার (২০১৭-২০২২) প্রাপ্তরা হলেন-গবেষণায় ফোরকান আহমদ, কবিতায় মোহন রায়হান, গবেষণায় প্রফেসর ড. শরদিন্দু ভট্টাচার্য, কবিতায় ফকির ইলিয়াস, গবেষণায় ডক্টর সৈয়দ শাহ এমরান, কবিতায় ডা. বিনেন্দু ভৌমিক, কথাসাহিত্যে প্রফেসর ডক্টর নিলুফা আকতার, সংগীতে আবদুর রহমান, গবেষণায় সামারীন দেওয়ান, কবিতায় পুলক কান্তি ধর, গবেষণায় মোস্তফা সেলিম ও কবিতায় মোস্তাফিজুর রহমান চৌধুরী।
রাগীব-রাবেয়া ফাউন্ডেশন একুশে সম্মাননা (২০২২) প্রাপ্তরা হলেন-ইসলামি চিন্তাবিদ মাওলানা মুফতি মো. মুহিব্বুল হক গাছবাড়ি, শিক্ষাক্ষেত্রে স্বামী চন্দ্রনাথানন্দ, ইসলামি চিন্তাবিদ হাফিজ মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান, হিন্দু ধর্মীয় পুরোহিত শ্রীযুক্ত কপিলদেব উপাধ্যায়, মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল হক, ক্রীড়াক্ষেত্রে মো. নাজির আহমদ চৌধুরী, সংগীতে জামাল উদ্দিন হাসান বান্না, সাংবাদিকতায় নজরুল ইসলাম বাসন, চলচিত্র অভিনয়ে চিত্রনায়ক হেলাল খান, কবিতায় এখলাসুর রাহমান, প্রবন্ধে রওশন আরা চৌধুরী ও গীতিকবিতায় মোহাম্মদ আব্দুল ওয়াহাব।
উল্লেখ্য, সিলেট বিভাগ ও বাংলাদেশকে নানা অঙ্গন থেকে যাঁরা সমৃদ্ধ ও বিকশিত করতে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন তাঁদের সুকীর্তির স্বীকৃতি প্রদান এবং এ কাজে আরো উৎসাহ এবং অনুপ্রাণিত করার প্রয়াসে দেশের বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও শিল্প সাহিত্যের অন্যতম পৃষ্টপোষক, বরেণ্য চা শিল্প উদ্যোক্তা, প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক, দানবীর ড. রাগীব আলী এবং মহীয়সী বেগম রাবেয়া খাতুন চৌধুরী এর পৃষ্টপোষকতায় ১৯৯৮ সাল থেকে রাগীব-রাবেয়া সাহিত্য পুরস্কার এবং ২০১০ সাল থেকে রাগীব-রাবেয়া ফাউন্ডেশন একুশে সম্মাননা প্রবর্তন করা হয়।
রাগীব-রাবেয়া ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান।