সিলেটে বরেণ্য সংগীত পরিচালক শেখ সাদী খান এর সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৩, ৫:৩৭:২৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : দেশের বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান এর সংগীত জীবন শীর্ষক আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় গানের দল সালতানাত এর আয়োজনে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও জান্নাতুল নাজনীন আশার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আব্দুল হক।
আহমেদ রিজভীর শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে সূচিত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট বিভাগীয় সমন্বয়কারী গীতিকার শামসুল আলম সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস। স্বাগত বক্তব্য রাখেন সালতানাতের দল নেতা সুলতান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী অরুণ কান্তি তালুকদার, বাবুল বৈদ্য, অতিন্দ্র চন্দ্র দেবনাথ টুটুল,নিউটন তালুকদার, অপি রানী দে প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশের বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খানকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ সাদী খান বাংলাদেশ ও ভারতের শীর্ষস্থানীয় শিল্পীদের কন্ঠে হাজারো গান তুলে দিয়েছেন। শেখ সাদী খান তার সুর ও সংগীতের মাধ্যমে মানুষের মধ্যে বেঁচে থাকবেন।