দোয়ারাবাজারে ইয়াবাসহ আটক ২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৩, ৫:৩৮:২৫ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : দোয়ারাবাজারে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের খুর্শেদ আলমের পুত্র হাসান আলী ও মোফাজ্জল আলীর পুত্র জয়নাল মিয়া।
গত বৃহস্পতিবার মধ্যরাতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ভাওয়ালীপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় হাসান আলীর বসতঘর থেকে ৫৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তারা দীর্ঘদিন থেকে উপজেলার বিভিন্ন এলাকায় নানা পন্থায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর।