বিশ্বনাথে ট্রান্সফরমার চোর আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৩, ৫:৩৯:০০ অপরাহ্ন

বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বিশ্বনাথে সেবুল মিয়া (২৫) নামে ট্রান্সফরমার চোর চক্রের এক সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
সে মৌলভীবাজার জেলার রাজনগর থানার গড়গাঁও গ্রামের মৃত তায়েফ আলীর ছেলে। চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জামাদিসহ গতকাল শুক্রবার ভোরে উপজেলার দেওকলস ইউনিয়নের বাগিছা বাজার থেকে জনতার সহায়তায় তাকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) বিনয় ভূষণ চক্রবর্তী জানান, ট্রান্সফরমার চুরির অভিযোগে গত বছরের ১৪ নভেম্বর বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং- ৪)। ওই মামলার তদন্তে অভিযুক্ত সেবুল মিয়াকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।