এম তৈয়বুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী পালন করেছে কোছাপ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৩, ৫:৪৭:৩৫ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক এম তৈয়বুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম’আ দক্ষিণ রনিখাই ইউনিয়নের খাগাইল বাজার জামে মসজিদে কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের (কোছাপ) উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে খাগাইল মাদ্রাসায় এম তৈয়বুর রহমানের কবর জিয়ারত করা হয়। খাগাইল বাজার জামে মসজিদের খতিব মাওলানা মুদ্দাছির আহমদ দোয়া পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন আল বারাকা মুহাম্মদিয়া গৌরীনগর মাদ্রাসার সাবেক মুহতামিম আরব আলী, খাগাইল বাজার মসজিদের মুতাওয়াল্লী মাওলানা মখলিছুর রহমান, সমাজসেবক খলিলুর রহমান ও সাইফুল ইসলাম, নুর উদ্দিন, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. মারজান উদ্দিন, জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক নুরুল মুস্তাকিম, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের প্রচার সম্পাদক লবীব আহমদ, সহ দুর্যোগ ও ত্রাণ সম্পাদক এবাদুর রহমান সুমন, শাখা কমিটির জুয়েল আহমদ, আরিফ আহমদ, লুৎফুর রহমান, জুনেদ আহমদ, এমদাদুল হক ও মাসুক আহমদ প্রমুখ।
উল্লেখ্য, প্রয়াত উপজেলা চেয়ারম্যান এম তৈয়বুর রহমান ১৯৮৫ সালের ১৮ই জানুয়ারি কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ প্রতিষ্ঠা করেন। ২০১৩ সালের ১০ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।