সম্মিলিত নাট্য পরিষদ এর দ্বি-বার্ষিক সম্মেলন
সাংস্কৃতিক আন্দোলনে নাট্য পরিষদের ভূমিকা অনন্য ——- নাট্যজন ম. হামিদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৩, ৫:৫০:৫৫ অপরাহ্ন
ডাক ডেস্ক: ‘সম্মিলিত নাট্য পরিষদ সিলেট, কেবল সাংস্কৃতিক কর্মকান্ডেই সীমাবদ্ধ নয়, পরিষদ সময়ের প্রয়োজনে সাধারণ জনগণের কাছে ছুটে যায়। গণমানুষের পক্ষেই থাকে তাদের সতত অবস্থান। এই সংগঠনটির মানবিক কার্যক্রম দেশের যে কোন সংগঠনের জন্যে অনুসরণযোগ্য।’ সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের দ্বিবার্ষিক সম্মেলনে কথাগুলো বলেন সম্মেলন উদ্বোধক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ।
গতকাল শুক্রবার সকাল দশটায় কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত সম্মিলিত নাট্য পরিষদ ১৪৩০-১৪৩১ বাংলার দ্বিবার্ষিক সম্মেলন প্রথমে জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলনের পাশাপাশি জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ম. হামিদ। ম. হামিদ বলেন “নাটক এমনই এক শিল্প মাধ্যম যেখানে রয়েছে মানুষের অধিকার প্রকাশের সুযোগ। শিল্পের বিকাশ যত উন্নত হবে, ততই বুদ্ধিবৃত্তিক চর্চার সুযোগ প্রশস্থ হবে।” দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদের প্রাক্তন প্রধান সভাপতি অন্বরীষ দত্ত, বর্তমান পরিচালক কনোজ চক্রবর্তী, চম্পক সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক আল আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিলেট বিভাগীয় সমন্বয়ক শামসুল আলম সেলিম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট এর সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন, নাট্য পরিষদের সাবেক সভাপতি অনুপ কুমার দেব, নিরঞ্জন দে যাদু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মকুল, সাবেক সাধারণ সম্পাদক শামসুল বাসিত শেরো, সহসভাপতি খোয়াজ রহিম সবুজ প্রমুখ। সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে নীতিনির্ধারণী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।