মণিপুরী ভাষা উৎসব সম্পন্ন
নিজস্ব ভাষা সাহিত্যকে যথার্থ চর্চার মাধ্যমেই বাঁচিয়ে রাখা সম্ভব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৩, ৫:৫৬:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : “নিজস্ব ভাষা সাহিত্যকে যথার্থ চর্চার মাধ্যমেই কেবল নিজ জাতিগোষ্ঠীকে স্ব গৌরবে বাঁচিয়ে রাখা সম্ভব। গৌরবোজ্জ¦ল মণিপুরী ভাষার চর্চা ও অগ্রগতিতে সকলের সহযোগিতা প্রয়োজন।”
গতকাল শুক্রবার অন্যান্য বছরের ধারাবাহিকতায় বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের আয়োজনে মৌলভীবাজার জেলার কমলগঞ্জের তেতইগাঁও রশিদ উদ্দিন হাইস্কুলে অনুষ্ঠিত মণিপুরী ভাষা উৎসব ২০২৩ এর সমাপনী পর্বে অতিথিরা কথাগুলো বলেন।
সাহিত্য সংসদ সভাপতি কবি এ কে শেরামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নামব্রম শংকর এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ এবং বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক শাহেনা বেগম, সাংবাদিক সালেহ এলাহি কুটি, সাংবাদিক মো. মোস্তাফিজুর রহমান ও মণিপুর থেকে আগত নাউরোইবম রতন মীতৈ।
সকালে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করেন তেতইগাঁও রশিদ উদ্দিন হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহেনা বেগম। এরপর আনন্দ শোভাযাত্রার মাধ্যমে শহর প্রদক্ষিণ করে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধার্ঘ নিবেদনের পর শুরু হয় লিখিত পরীক্ষা। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পড়ুয়া ‘ক’ ও ‘খ’ দুই গ্রুপে বিভক্ত দেড় শতাধিক পরীক্ষার্থী এতে অংশ নেন। বিকেলে আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক হাজী মো. আব্দুস সামাদ, প্রশান্ত কুমার সিংহ, কানাডা প্রবাসী গবেষক নাতাশা শের প্রমুখ। স্বরচিত কবিতা পাঠ করেন কবি রওশন আরা বাঁশী খুৎহৈবম এবং কবি বৃন্দা দেবী। সভার শুরুতে মণিপুরী নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী এল থৈবী দেবী ও লমজিংবী লৈনা।