দোয়ারাবাজারে গ্রামবাসীর অর্থায়নে রাস্তা সংস্কার ও শাপলা চত্বর নির্মাণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৩, ৬:০৪:১৫ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিজস্ব অর্থায়নে গ্রামীণ রাস্তা সংস্কার ও শাপলা চত্বর নির্মাণ করেছেন গ্রামবাসী। সম্প্রতি উপজেলার নরসিংপুর ইউনিয়নের প্রবাসী অধ্যুষিত বীরেন্দ্রনগর (উত্তর) গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে সংস্কারকৃত রাস্তা ও নির্মীয়মাণ শাপলা চত্বরের ভার্চুয়ালি উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ (ছাতক- দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এতে প্রধান অতিথি ছিলেন-যুক্তরাজ্য প্রবাসী আমিরুল হক আমিন। সভাপতিত্ব করেন গ্রামের প্রবীণ মুরব্বি মাস্টার আব্দুল ওয়াদুদ। স্বাগত বক্তব্য রাখেন-কুয়েত প্রবাসী আব্দুল খালিক। অনুষ্ঠানটি পরিচালনা করেন আশিকুর রহমান আশিক। স্থানীয়রা জানান, গত বছরের স্মরণকালের ভয়াবহ সর্বগ্রাসী বন্যায় প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ আমাদের বীরেন্দ্রনগর -ঘিলাছড়া কাচা রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘ প্রতীক্ষার পর সরকারিভাবে রাস্তাটি সংস্কারের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শেষমেশ প্রবাসী আমিরুল হক আমিনসহ গ্রামবাসীর উদ্যোগে গ্রামের প্রবাসী, বিত্তবান ও ব্যবসায়ীদের অর্থায়নে ভগ্নদশা রাস্তাটি দ্রুত সংস্কার করে গ্রামের তেমুখি পয়েন্টে একটি নান্দনিক শাপলা চত্বর স্থাপন করা হয় সম্প্রতি।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী ওই গ্রামে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসাসহ কয়েকটি শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।