সিলেট কেন্দ্রে অংশ নেন ৪৪৪৬ জন
এমবিবিএস ভর্তি পরীক্ষা সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৩, ৬:০০:৪৬ অপরাহ্ন
ডা: এস.এম. আসাদুজ্জামান জুয়েল : সিলেটসহ সারাদেশে গতকাল শুক্রবার শান্তিপূর্ণ পরিবেশে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার এম.বি.বি.এস ভর্তি পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এম.সি.কিউ পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষায় সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এ পরীক্ষা হয়। পরীক্ষার্থীর সংখ্যা সারাদেশে মোট ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন ছিল। তারমধ্যে সিলেট বিভাগের একমাত্র ভেন্যু সিলেট ওসমানী মেডিকেল কলেজের আওতাধীন তিনটি কেন্দ্র ছিল-ওসমানী মেডিকেল কলেজ, সিলেট সরকারী মহিলা কলেজ ও সরকারী অগ্রগামী উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ। সিলেটে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৫৭৭ জন। দেশের মোট ৩৭টি সরকারী ও ৭১টি বেসরকারী মেডিকেল কলেজের আসন সংখ্যা সরকারী ৪৩৫০টি এবং বেসরকারী ৬,৭৭২টি। সরকারী মেডিকেলের প্রতিটি আসনের বিপরীতে ৩২ জন এবং সরকারী-বেসরকারী প্রতিটি আসনের বিপরীতে ১২.৫ (বারো দশমিক ৫ জন) জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
এদিকে, সিলেটে মোট ৪৫৭৭ জন প্রার্থীর মধ্যে ৪৪৪৬ জন পরীক্ষায় অশংগ্রহণ করেন। ১৩১ জন প্রার্থী অনুপস্থিত ছিল। অপরদিকে, কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: শিশির রঞ্জন চক্রবর্তী এবং ভর্তি কমিটির সভাপতি ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা: মুজিবুল হক পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে ঢাকার স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের আগত কর্মকর্তাবৃন্দ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মো: মাহবুবুর রহমান ভূঁইয়া, উপপরিচালক, সহকারী পরিচালকবৃন্দ, সিলেটের ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, ওসমানী মেডিকেল কলেজের শিক্ষক মন্ডলী, কলেজ ও হাসপাতালের চিকিৎসকবৃন্দ, নার্সসহ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্বাচিব, বিএমএ, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মী, আইন-শৃংখলা রক্ষাকারী র্যাব, পুলিশ, আনসার, ট্রাফিক পুলিশ সদস্যবৃন্দ, ডি.জি.এফ.আই; এন.এস.আই; এস.বিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।