সিলেটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
মানুষকে সঠিক সময়ে বার্তা ও নিরাপদ স্থানে সরাতে পারলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৩, ৬:১২:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট বিভাগে নানা কর্মসূচির মাধ্যমে ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’ উদযাপন করা হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী “স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” এই প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন স্থানে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা প্রশাসন: জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সকালে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: নুরুল ইসলাম, জেলা পুলিশ প্রতিনিধি ও ফায়ার সার্ভিস সিলেট এর প্রতিনিধিদল। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যজিষ্ট্রেটগণ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সিলেট সদর, সেইভ দ্যা চিলড্রেন (সূচনা), ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন ও ইসলামিক রিলিফসহ বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থার প্রতিনিধিগণ র্যালীতে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন। এ সময় তিনি বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে হলে আগাম প্রস্তুতি থাকতে হবে। সঠিক সময়ে মানুষকে বার্তা পৌঁছানো এবং নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এ ক্ষেত্রে তিনি সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানান।
সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহম্মদ হিরন মাহমুদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: ইমরুল হাসান, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী, ব্র্যাকের জেলা সমন্বয়ক অনিক আহমদ অপু, সিলেট সেইভ দ্যা চিল্ডেন এর মোঃ আল আমিন প্রমুখ।
মাধবপুর: মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সকালে র্যালি বের করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান, দুর্যোগ ও প্রশমন কর্মকর্তা মো. নুর মামুন, জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ূন কবির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সল চৌধুরী, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মনতোষ মল্লিক, প্রেসক্লাব সভাপতি মোঃ অলিদ মিয়া, সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, সাংবাদিক আইযূব খান প্রমুখ। পরে ‘দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুনারুঘাট: চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, চুনারুঘাট উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুনারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, চুনারুঘাটের পিআইও প্লাবন পাল, সাংবাদিক জাহাঙ্গীর আলম, ফায়ার সার্ভিস কর্মকর্তা বিজয় সিং প্রমুখ। আলোচনা সভাশেষে এক বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চুনারুঘাট ফায়ার সার্ভিস গণসচেতনতা বৃদ্ধির জন্য নানা বিষয়ের উপর প্রদর্শনীর আয়োজন করে।
দিরাই: দিরাই (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা জানান, দিরাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১ টায় দিরাই পৌর শহরের থানা পয়েন্টে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, ব্র্যাক এরিয়া ম্যানেজার বশির আহমেদ। সভা শেষে ফায়ার সার্ভিসের সদস্যরা বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতির মহড়া প্রদর্শন করেন।