ডা. বিনেন্দু ভৌমিক এর পরিচিতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৩, ৬:৪৯:০৬ অপরাহ্ন
কবি বিনেন্দু ভৌমিক পেশায় একজন চিকিৎসক। তিনি মৌলভীবাজারে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক হিসাবে কর্মরত আছেন। দু-যুগেরও অধিক সময় ধরে তিনি লেখালেখি করছেন। ‘পাঁশু প্রাপন’ নামে নব্বই দশকে দু-বাংলার প্রতিনিধিত্বশীল লিটল ম্যাগাজিনগুলোতে লিখেছেন দু-হাতে। সেই সময় দেশের প্রায় সবকটি দৈনিকের সাহিত্য পাতায় লিখতেন নিয়মিত। এরপর বলা যায় দীর্ঘ বিরতি। সরকারি চাকুরিতে থিতু হওয়ার পর আবার লিখতে শুরু করেন। এরপর ২০১৮ ও ২০২০ খ্রিষ্টাব্দে পরপর তার দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। যা পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়। লেখালেখির পাশাপাশি গান লেখা, সুর করা এবং মাঝে মাঝে গান গাওয়াও তাঁর উন্মাতাল শখের একটি। ইতোমধ্যেই তাঁর বেশ কয়েকটি গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
‘দেশলাই’ নামে তাঁর একটি গানের দলও রয়েছে। চিকিৎসা পেশার পাশাপাশি নীরবে নিভৃতে সৃজনশীল কাজে ব্যাপৃত আছেন এই কবিতা অন্তপ্রাণ মানুষটি।