বাউল আবদুর রহমান এর পরিচিতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৩, ৬:৫৩:০৩ অপরাহ্ন
আবদুর রহমান। সাম্প্রতিক সময়ে বাউল জগতের এক বিশিষ্ট নাম। হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে ১৩৬৩ বঙ্গাব্দের চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম এক্রাম হোসেন এবং মাতা হাজেরা বিবি। তিনি বাউল সম্রাট শাহ আবদুল করিমের অন্যতম প্রধান শিষ্য। তিনি বিগত ৩৪ বছর ধরে শাহ আবদুল করিমের একনিষ্ঠ সঙ্গী হিসেবে দেশের বিভিন্ন প্রান্ত চষে বেড়িয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। স্ত্রী, দুই মেয়ে ও চার ছেলেকে নিয়ে সংসার। বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত গীতিকার ও কণ্ঠশিল্পী আবদুর রহমান এ পর্যন্ত প্রায় চার শতাধিক গান লেখার পাশাপাশি সুরও করেছেন। তাঁর গাওয়া নিমাই সন্ন্যাস পালা, গণসংগীত, বিচ্ছেদ গান, ফকিরি গান ও আজব রঙের ফুল শিরোনামের পাঁচটি অডিও ক্যাসেট বাজারে রয়েছে। যা ইতোমধ্যেই সর্বমহলে প্রসংশিত ও শ্রোতানন্দিত হয়েছে।
ভাটির রূপ-ঢেউয়ে ভেসে ভেসে এগিয়ে যায় আবদুর রহমানের গানের সুর। বাড়ির পাশের কুশিয়ারা নদী, হাওর আর ভাটির রূপ-প্রকৃতি তাঁকে প্রেম শিখিয়েছে। চাল-চলন-কথা, গানের সুরে ভাটি যেন তাঁর চিরসঙ্গী। ভাটিতেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। ছোটোবেলায় ভাটির অপরূপ যৌবন দেখে প্রেমে পড়েন শিশু আবদুর রহমান। মনের মধ্যে সুর জাগে, ঢেউ উঠে পুরো শরীরে। তখন পুরোপুরিভাবে কোনো কিছু অনুভব করতে না-পারলেও হৃদয়ে ঘোর লাগত। পরিণত বয়সে এসে সেই ‘ঘোরলাগা ভাব’ নতুনমাত্রা পায়। আবদুর রহমান হয়ে উঠেন নেশায়- পেশায় পুরোদস্তুর এক বাউল, সকলের ‘রহমান ভাই’। তাই এ কথা নিঃসন্দেহে বলা যায়Ñসুবিশাল ভাটির অবারিত জল তাঁকে আজকের আবদুর রহমানে পরিণত করেছে।