সুনামগঞ্জে জীবন-কর্ম অলোচনায় বক্তারা
হাছন রাজা শুধু পরিবারের নয় সারাদেশের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৩, ৬:৫৭:৫৬ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : মরমী কবি হাছন রাজার শততম মৃত্যুবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেছেন, হাছন রাজা শুধু তাঁর পরিবারের নয়। তিনি সুনামগঞ্জের, তিনি রাষ্ট্রের। তিনি সারা বাংলাদেশের। তাই তাঁকে পরিবারের গন্ডির মধ্যে রাখলে হবে না।
গত শুক্রবার রাতে সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে হাছন রাজা পরিষদের উদ্যোগে ও জেলা পরিষদের সহযোগিতায় হাছন রাজার জীবন ও কর্ম নিয়ে অলোচনা সভায় বক্তারা একথা বলেন।
হাছন রাজা পরিষদের সভাপতি সামারিন দেওয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
পরিষদের সাধারণ সস্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা ইমনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম, অবসরপ্রাপ্ত লে. কর্ণেল আতাউর রহমান পীর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত রেজিস্টার জামিল আহমদ চৌধুরী, যুক্তরাষ্ট্রস্থ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুকিত চৌধুরী, সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল আবেদীন, সুনামগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি প্রদীপ পাল নিতাই, হাছন রাজা পরিষদের মলয় চক্রবর্তী রাজু প্রমুখ।
প্রধান আলোচক ছিলেন হাছন রাজা গবেষক ও সিরাজগঞ্জ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রভাষক মো. রওশন আলম।
সভা শেষে হাছন রাজার গান পরিবেশন করেন জাতীয় বাউল শিল্পী গরীব মুক্তার হোসেন, টিএইচ মোহন ও সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। পরে এ উপলক্ষে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।