জগন্নাথপুরে ধর্ষণচেষ্টা মামলায় ২ যুবক গ্রেপ্তার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৩, ৭:২৭:২০ অপরাহ্ন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের জগন্নাথপুরে এক কিশোরীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে শুক্রবার গ্রেপ্তারকৃত দু’জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। এর আগের দিন বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার মিরপুর এলাকায় ধর্ষণচেষ্টার এ ঘটনা ঘটে বলে উল্লেখ করেন তিনি।
গ্রেপ্তারকৃতরা হলেন- বিশ্বনাথ উপজেলার বাইশঘর গ্রামের হোসেন মিয়ার ছেলে মারুফ আহমদ (১৯) ও জগন্নাথপুর উপজেলার পইলবাগ গ্রামের আলা উদ্দিনের ছেলে শফির উদ্দিন (১৯)।
এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলার পর ওই রাতেই তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’