চৌহাট্টায় মহানগর বিএনপির মানববন্ধন
ভোটচুরি করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবেনা —– খন্দকার আব্দুল মুক্তাদির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৩, ৭:৩৮:৩৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘জনগণের ভোটে নির্বাচিত নয়, বিধায় জনগণের দুর্ভোগ নিয়ে ফ্যাসিস্ট সরকারের কোন মাথাব্যথা নেই। তারা জানে জনগণের ভোটে আওয়ামী লীগ কোনদিন ক্ষমতায় যেতে পারবেনা। তাই জনগণের উপর প্রতিশোধ নিতেই সরকার দফায় দফায় বিদ্যুতের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করছে। এমনিতেই দেশ পরিচালনায় সরকারের সীমাহিন ব্যর্থতা ও দুর্নীতি-লুটপাটের কারণে নিত্যপণ্যের উর্ধ্বগতিতে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেয়া চায় না। এরা ক্ষমতায় থাকলে কিছুদিনের মধ্যেই দেশ দেউলিয়া হয়ে যাবে। ভোটচুরি করে ক্ষমতায় যাওয়ার ফ্যাসিবাদী স্বপ্ন দেশপ্রেমিক জনতা পূরণ হতে দিবেনা। আওয়ামী বাকশালী সরকার আবারো যেনতেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র আর সফল হবেনা।’
গতকাল শনিবার সকালে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, ‘যত দ্রুত ক্ষমতাসীন সরকার বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ বিএনপি ঘোষিত ১০ দফা দাবী মেনে নিবে, ততই সরকারের জন্য কল্যাণজনক হবে। অন্যথায় সরকার পালানোর পথও খুঁেজ পাবেনা।’
মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে সিলেট মহানগর বিএনপি, ২৭টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও বিএনপি অঙ্গ-সহযোগি সংগঠনের সকল স্তরের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব কাদির শাহী, মহানগর বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মুর্শেদ আহমদ মুকুল।
ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ডের সভাপতি বদর উদ্দিন বদর, ১৫নং ওয়ার্ড সভাপতি শুয়াইব আহমদ শুয়েব, ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন, ১০নং ওয়ার্ড সভাপতি আব্দুল হাকিম, ১৮নং ওয়ার্ড সভাপতি তারেক আহমদ খান, ২৪নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহিম মল্লিক, ২৭নং ওয়ার্ড সভাপতি মো. নাজিম উদ্দিন, ৪নং ওয়ার্ড সভাপতি মিজান আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক রুজি ফাতেমা জামান, মহানগর জাসাসের আহ্বায়ক সৈয়দ তাজ উদ্দিন মাছুম, ২২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ১৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুম্মান আহমদ, ২১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল মালিক সেকু, ১০নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান, ২৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলমঙ্গীর হোসেন, ১২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, ২৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, ২১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছালেক আহমদ, ২২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব, ২০নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক কয়ছর হোসেন কয়ছর, ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন, ২৫নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়েজ আহমদ শিপু, ২৪নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান প্রমুখ।
সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন বলেন, ‘বর্তমান সরকারের বিদায় ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির যুগপৎ আন্দোলন কর্মসূচি চলছে। এই কঠিন সময়ে ২৭টি ওয়ার্ডের তৃণমূল নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে নগর বিএনপির মহান দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বেগবান ও নগর বিএনপিকে সুসংগঠিত করতে আমরা কাজ করে যাবো।’ এজন্য তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।