…এবং রেগিং
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৩, ৭:৫০:২৭ অপরাহ্ন
‘রেগিং’ এ অতিষ্ট শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীরা এর ‘শিকার’ হচ্ছে। বলা যায়, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য রেগিং রীতিমতো ঐতিহ্যের অংশ হয়ে গেছে। ‘রেগিং’ এর নামে শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যলয়ে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গত দুই মাসে দশটির মতো রেগিং এর ঘটনা ঘটেছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হওয়া, আদব কায়দা শেখানো এবং আপ্যায়নের নামে শারিরীক ও মানসিক নির্যাতনের ঘটনাই পক্ষান্তরে রেগিং নামে পরিচিত।
সাধারণত রেগিং (Ragging) অর্থ পরিচিত হওয়া। এর বাইরে তিরস্কার করা অথবা আবেগে কিছু করাই হচ্ছে রেগিং। আরও ভালোভাবে বললে, রেগিং শব্দের প্রচলিত অর্থ হচ্ছে পরিচয় পর্ব অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থীদের সাথে পুরাতন শিক্ষার্থীদের একটা সখ্যতা গড়ে তোলার জন্য যে পরিচিতি প্রথা সেটাকে রেগিং বলে। রেগিং শব্দটি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে বিশেষভাবে জড়িত। বাংলাদেশে প্রায় প্রতিটি পাবলিক ভার্সিটিতে এবং মেডিকেলে এর প্রচলন রয়েছে। মূলত রেগিং হচ্ছে- বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে প্রচলিত এমন একটি ‘পরিচিতি বা দীক্ষা পর্ব’, যার মূল লক্ষ্যই থাকে প্রবীণ শিক্ষার্থী কর্তৃক নবীন শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে হেনস্তা করা। র্যাগিং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা প্রভৃতি দেশে প্রচলিত রয়েছে। তবে অনুরূপ সংস্কৃতি বিশ্বের আরও অনেক দেশেও বিদ্যামান। প্রতিবছর বিশ্ববিদ্যালয়গুলোতে রেগিংয়ের ঘটনা ঘটছে অসংখ্য। এর বেশিরভাগই প্রকাশ্যে আসে না। কেউ কেউ আবার এগুলোকে মেনেও নিতে শিখে যায়। তাদের কাছে এগুলোকে অতি স্বাভাবিক ঘটনা বলে মনে হয়। এভাবে রেগিং নামক ভয়াবহ সংস্কৃতিটি উত্তরাধিকারসূত্রে এক বর্ষের শিক্ষার্থীদের থেকে অন্য বর্ষের শিক্ষার্থীদের হাতে হস্তান্তর হতে থাকে। ইতিহাসবিদদের মতে, প্রাচীনকালে রেগিংয়ের উৎপত্তি হয় শিক্ষাঙ্গণের বাইরে। পরবর্তীতে শিক্ষাঙ্গনে র্যাগিং প্রবেশ করার পর ধীরে ধীরে এটি একটি সাংগঠনিক ‘ক্যাম্পাস সহিংসতা’র রূপ ধারণ করে।
মোদ্দা কথা, রেগিংয়ের নামে অনাচার অপকর্ম বন্ধ হোক। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। কোন শিক্ষার্থী এমন অপরাধ করলে তাকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। শুধু নামকাওয়াস্তে হল থেকে বহিষ্কারে র্যাগিং কখনো বন্ধ হবে না। তদন্ত ও প্রমাণ সাপেক্ষে কঠোর শাস্তি না হলে পরিস্থিতি কখনো বদলাবে না। তাছাড়া, মানসিকভাবে কাউন্সেলিং করাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।