বঙ্গবন্ধু'র ১০৩ তম জন্মবার্ষিকী
মহানগর আওয়ামী লীগের কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা ১৭ মার্চ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৩, ৭:২৪:৫৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার উদ্যোগে ১৭ মার্চ শুক্রবার কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ওই দিন বেলা আড়াইটায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। উল্লেখ্য, ওই দিন সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আগ্রহীদেরকে আগামী ১৫ মার্চ তারিখের মধ্যে (অফিস চলাকালীন) শিশু একাডেমি, সিলেটের রিকাবিবাজারস্থ কার্যালয় ও জেলা শিল্পকলা একাডেমি, শাহি ঈদগাহ কার্যালয়ে প্রতিযোগীর নাম, শ্রেণি, বিষয় ও মোবাইল নম্বরসহ নির্ধারিত বক্সে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। কবিতা ও আবৃত্তি প্রতিযোগিতায় থাকছে ক-বিভাগ: ১ম- ৩য় শ্রেণি (কবিতার বিষয়: মুজিব, কবি-রোকনুজ্জামান খান) খ-বিভাগ: ৪র্থ-৬ষ্ঠ শ্রেণি (আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, কবি-নির্মলেন্দু গুণ) গ-বিভাগ: ৭ম-১০ম শ্রেণি (স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবি-নির্মলেন্দু গুণ)। চিত্রাংকন প্রতিযোগিতায় থাকছে- ক-বিভাগ: শিশু -৩য় শ্রেণি (ক-জাতীয় পতাকা) খ-বিভাগ: ৪র্থ-৬ষ্ঠ শ্রেণি (খ-মুক্তিযুদ্ধে বাংলাদেশ), গ-বিভাগ: ৭ম-১০ম শ্রেণি (গ-বঙ্গবন্ধুর প্রতিকৃতি)। প্রতিযোগিতায় শিশু-কিশোরদের অংশ গ্রহণের জন্য মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আহবান জানানো যাচ্ছে। কবিতা ও আবৃত্তি প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয়ে সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্তের সাথে (০১৭২৬-০১৬৬৫৫) যোগাযোগের জন্য বলা হচ্ছে। ১৭ মার্চের কর্মসূচীসমূহে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।-বিজ্ঞপ্তি