নবীগঞ্জে অজ্ঞাতনামা অস্ত্রধারীর হামলায় দুই ভাই আহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৩, ৭:৪২:২৫ অপরাহ্ন

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্লান্টের রাস্তায় দুর্বৃত্তের অতর্কিত হামলায় দু’ সহোদর এর শরীর ক্ষতবিক্ষত হয়েছে। গুরুতর আহত অবস্থায় দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন উপজেলার আউশকান্দি ইউনিয়নের পাহাড়পুর গ্রামের মোঃ ফজলুল হক (৫০) ও তার আপন ভাই মোঃ তাজু হক(৪০)। স্থানীয় সূত্রে জানা যায় গত শনিবার রাত ১০ টায় দু’ ভাই শেরপুর তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট সড়ক দিয়ে পাহাড়পুর গ্রামে বাড়ী ফিরছিলেন।
হঠাৎ পথেমধ্যে অজ্ঞাতনামা ৪/৫ জন অস্ত্রধারী কোন কিছু বোঝার আগেই তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে দুই ভাইর শরীর ক্ষত-বিক্ষত হয়। এক পর্যায়ে হামলাকারীরা আহতদের মৃত্যু ভেবে রাস্তায় ফেলে চলে যায়। পরে পথচারী লোকজন তাদেরকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাদের অবস্থা আশংকাজনক। নবীগঞ্জ থানার এস আই গৌতম কুমার বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি আহতদের ওসমানী মেডিকেল হাসপাতালে দেখেও আসছি। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। মনে হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে হামলা হয়েছে।