তাহিরপুরে সড়কের পাশ থেকে মাটি কাটার দায়ে জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৩, ৭:২২:০৭ অপরাহ্ন

তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : তাহিরপুর উপজেলার সর্ববৃহৎ শনির হাওরে এস্কেভেটর দিয়ে সড়কের পাশ থেকে মাটি কাটার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার শ্রীপুর গ্রামের সম্মুখে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দন্ডপ্রাপ্ত আসামী মনির হোসেনকে এ অর্থ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনকারী তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি
জানান, আইন অনুযায়ী পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না। সড়কের পাশে ফসলি জমি থেকে মাটি কেটে উত্তোলন করার ফলে ফসলি জমি ও সড়ক বিনষ্ট হচ্ছে। তাই অভিযান চালিয়ে মনির হোসেন নামের ওই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।