মৌলভীবাজারে বিএনপি’র নেতাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৩, ৭:২৪:৫৩ অপরাহ্ন

মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজার জেলা বিএনপির মানববন্ধনে ‘হামলার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল শহরের শাহ মোস্তফা রোড থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোডের ওয়েস্টার্ণ প্লাজার সামনে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফয়সাল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বক্শি মিছবাউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশিদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএমএ মুক্তাদির রাজু।
সমাবেশে বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল, ডাল, তেল, কৃষি উপকরণ ও শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং ভোটাধিকার ও গণতন্ত্র ‘পুনরুদ্ধারের’ দাবি জানান বক্তারা।