জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিশু সিলেটের তাহিয়া
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৩, ৭:২৮:৪২ অপরাহ্ন
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন এবং জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান গত রোববার দুপুরে রাজধানী ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে ২০১৯ ও ২০২২ সালে জাতীয় পর্যায়ে ১৯টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে সার্টিফিকেট, স্বর্ণ পদক ও প্রাইজ মানি বিতরণ করা হয়। ২০১৯ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিশু হিসেবে পুরস্কার গ্রহণ করে সিলেট নগরীর খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাহিয়া তানজিনা। বর্তমানে সে সিলেট নগরীর মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সে খোজারখলা গ্রামের আব্দুল মালিক ও ফারজানা বেগম পান্নার দ্বিতীয় কন্যা সন্তান। উল্লেখ্য, ২০১৮ সালে খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর নিকট থেকে স্বর্ণপদক লাভ করেন।-বিজ্ঞপ্তি