ইউনিয়নবাসীর সমর্থন ও দোয়া পেলে এবারও বিজয়ী হবো ইনশাআল্লাহ : দিলোয়ার হোসেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৩, ৭:৪৬:৩৫ অপরাহ্ন
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ‘চশমা’ প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী মো. দিলোয়ার হোসেন বলেন, গত নির্বাচনগুলোতে আপনাদের সহযোগিতা ও ভালোবাসা পেয়ে আমি এ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। সব সময় চেষ্টা করেছি এ ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়ন করতে। যতদিন বেঁচে থাকবো ইউনিয়নবাসীর সেবা করে যাবো। তাই আপনাদের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি আগামী ১৬ মার্চের নির্বাচনে ‘চশমা’ প্রতীকে বিজয়ী করার জন্য। ইউনিয়নবাসীর সমর্থন ও দোয়া পেলে এবারও বিজয়ী হবো ইনশাআল্লাহ।
তিনি গতকাল সোমবার বাদ আসর ইউনিয়নের ধাপনাটিলা, নাকচাপড়া, মহাল দিক, মুড়ারগাঁও এলাকায় গণসংযোগকালে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল হক, খুরশিদ আহমদ, আব্দুল হক (২), ফয়সাল কামরান হেলন, মজনুর আহমদ, আবু সাঈদ শাহীন, আক্তার হোসেন, আব্দুস শহীদ, সাইফুল ইসলাম, রাজন আহমদ রাজু, মোরশেদ আলম, আলমগীর হোসেন, সিদ্দিকুর রহমান, শামিম, আহমদ, আকশাফ মিয়া, রবিউল ইসলাম লেবুল, আল মাহদী সাকেল, জসিম উদ্দিন, নেওয়াজ শরীফ প্রমুখ।-বিজ্ঞপ্তি