মৌলভীবাজারে বিএনপির মানববন্ধনে হামলার ঘটনায় মহানগর বিএনপির নিন্দা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৩, ৭:৫০:৫১ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে জেলা বিএনপির মানববন্ধনে ‘পুলিশ প্রহরায় যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলায়’ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমানসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
এক বিবৃতিতে মহানগর বিএনপির নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগের অতীত ইতিহাস বলে তারা কখনো গণতন্ত্র ও বাক স্বাধীনতায় বিশ্বাস করে না। তাই, তারা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে হামলা চালিয়েছে। অবিলম্বে এসব সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। না হলে দেশের শান্তিপ্রিয় মানুষ তাদেরকে প্রতিহত করবে।’-বিজ্ঞপ্তি