মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতি মহানগর শাখার জরুরি সভা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৩, ৭:৫৩:২৯ অপরাহ্ন

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের আন্দোলন বেগবান করার লক্ষ্যে গত রোববার সন্ধ্যায় বাংলাদেশ মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতি মহানগর শাখার এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
আবুল কালামের পরিচালনায় সভায় উপস্থিত নেতৃবৃন্দ চলমান আন্দোলনকে আরো জোরদার করার জন্য ঢাকায় আন্দোলনরত বিভিন্ন শিক্ষক সংগঠনের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। সভায় সভাপতিত্ব করেন বামাসশিস মহানগর শাখার সভাপতি আ.ক.ম. আব্দুজ জাহির। সভায় বক্তব্য রাখেন বামাসশিস নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি