হঠাৎ অসুস্থ মেয়র আরিফুল হক ॥ হাসপাতালে ভর্তি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৩, ৭:৫৮:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হঠাৎ অসুস্থ হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। গত রোববার রাত ২টার দিকে তাকে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে তিনি বিশিষ্ট মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শিশির বসাকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। ডা: জাহিদ জানান, হৃদরোগে আক্রান্ত মেয়রের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি। নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।
এদিকে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে যান সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব। এসময় তারা মেয়রের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। নেতৃবৃন্দ সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর আশু রোগমুক্তি কামনা করেন।