মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে সিলেট জেলা শিক্ষক সমিতির মানববন্ধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৩, ৫:০৩:২২ অপরাহ্ন

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) সিলেট জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল সোমবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচী পালন শেষে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক সিলেটের কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। সিলেট জেলা শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি বেলাল আহমদের সভাপতিত্বে এবং শিক্ষক নেতা সাইফুল ইসলাম রানা ও মো. রেজাউল ইসলাম এর যৌথ পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিটিএ কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক ও সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুল মালিক রাজু, কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম মোস্তফা কামাল, সিলেট জেলা শিক্ষক সমিতির সমাজ কল্যাণ সম্পাদক, আহমেদ উল কবির, দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, জকিগঞ্জ উপজেলার সহ-সভাপতি সাব্বির আহমদ, বিশ্বনাথ উপজেলা শিক্ষক নেতা ফখর উদ্দিন, কোম্পানিগঞ্জ উপজেলা শিক্ষক নেতা আনোয়ার হোসেন, দক্ষিণ সুরমা উপজেলার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জকিগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ খানসহ সিলেট জেলার ও উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ। মানবন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ সিলেটের অতিরিক্ত প্রশাসক মোবারক হোসেন এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।-বিজ্ঞপ্তি