কুলাউড়ায় ইঞ্জিন বিকল আড়াইঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৩, ৩:৪১:০৫ অপরাহ্ন
কুলাউড়া অফিস :
মৌলভীবাজারের কুলাউড়ায় ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়া আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আড়াইঘণ্টা পর চালু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল চালু হয়। ট্রেন চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এরশাদুল হক।
এর আগে উপজেলার বরমচাল-ভাটেরা রেলস্টেশনের মধ্যবর্তী ইটাখোলা এলাকায় বিকাল সাড়ে ৪টার দিকে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন।
পরে সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করার পর সন্ধ্যা ৭টার দিকে সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।