লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৩, ৪:১২:২৭ অপরাহ্ন
ডাক ডেস্ক :
সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির উদ্যোগে পাবলিক হেলথ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের আয়োজনে গতকাল মঙ্গলবার সিলেট বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজে “ঈধৎববৎ ঙঢ়ঢ়ড়ৎঃঁহরঃরবং ভড়ৎ ঐবধষঃয ঈধৎব চৎড়ভবংংরড়হধষং ধভঃবৎ গচঐ” শীর্ষক সেমিনার সফলভাবে সম্পন্ন হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের অধ্যক্ষ ডা. আয়েশা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে কলেজের ভাইস প্রিন্সিপাল নাদিরা বেগম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান মুছা. হালিমা বেগম।
সেশনটির কি-নোট স্পিকার ছিলেন লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়া। স্বাস্থ্য গবেষণায় পরিসংখ্যানের সুযোগ এবং গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক মো. রাশিদুল হাসান। লিডিং ইউনিভার্সিটির এমপিএইচ প্রোগ্রামের উপর একটি সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের প্রভাষক ডা. সাবরিনা ফরিদা চৌধুরী।
সেমিনারে বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগ নার্সিং কলেজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।