অবশেষে আফছরের লাশ বাড়িতে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৩, ৪:১৬:০৭ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ঠিকানা ভুলের কারণে চাঞ্চল্যের সৃষ্টি হওয়া গ্রিস প্রবাসী আফছর মিয়ার (৪০) লাশ তার প্রকৃত স্বজনদের কাছে এসে পৌঁছেছে। মৃত আফছর মিয়া দামোধরতপী গ্রামের মৃত জমসিদ আলীর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় ঢাকা শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেয়া হয়। গতকাল মঙ্গলবার ভোররাতে আফছর মিয়ার লাশ বাড়িতে পৌঁছলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তখন পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। পরিবারেও চলে মাতম। ঐদিন সকাল ১০টায় দামোধরতপী মসিজেদ জানাজা শেষে স্থানীয় কবরে দাফন করা হয়।
উল্লেখ্য, দামোধরতপী গ্রামের আফছর মিয়া দীর্ঘদিন গ্রীসে বৈধভাবে বসবাস করে আসছিলেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি লিভার ক্যান্সার জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় গ্রীসের এথেন্সের সুতরি হাসপাতালে মৃত্যুবরণ করেন। গত ১০ মার্চ তার লাশ বাংলাদেশে আসার কথা ছিল। নির্ধারিত তারিখে আফছর মিয়ার স্বজনরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান লাশ নিতে। কফিনের গায়ে আফছর মিয়ার নাম দেখে শুক্রবার রাতেই তারা সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামের বাড়িতে নিয়ে যান স্বজনরা। কিন্তু বাড়িতে নিয়ে কফিন খুলে দেখেন লাশ অপরিচিত মানুষের।
পরে দূতাবাসে খোঁজ নিয়ে জানতে পারেন, ওই লাশ মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির জালাল মিয়ার। পরে সংশ্লিষ্ট থানা পুলিশের মাধ্যমে ঢাকাস্থ বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক জালাল মিয়ার লাশ ফেরত দেয়া হয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ চৌধুরী জানান, গ্রীসে মৃত্যুবরণকারী প্রবাসী আফছর মিয়ার লাশ তার বাড়িতে পৌঁছেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় গ্রাম্য কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।