শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৩, ৪:১৮:২০ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় আব্দুল কাদির (৬৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহাজির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদির একই জেলা শহরের হবিগঞ্জ রোডের কাদির ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী। তিনি শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের খোসবাস এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আশিদ্রোন এলাকা থেকে শ্রীমঙ্গল শহরে মোটরসাইকেল নিয়ে আসছিলেন আব্দুল কাদির। পথে শাহাজিরবাজারের প্রবেশ মুখে এলে শ্রীমঙ্গল থেকে যাওয়া একটি বালুবাহী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মত্যু হয়।
শ্রীমঙ্গলের সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ রাকিব বিন ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন। দুর্ঘটনায় নিহতের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ সিলেট থেকে শ্রীমঙ্গল নিয়ে আসা হচ্ছে।