হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৩, ৪:২৪:৫৩ অপরাহ্ন

হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
হবিগঞ্জ শহরের নাতিরপুর ও বাতিরপুর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, ওই এলাকায় সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন রেল লাইনসহ আশপাশের জায়গায় দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে স্থাপনা বানিয়ে দখল করে রেখেছিল একটি মহল। এরই পরিপ্রেক্ষিতে সরকারি জায়গা উদ্ধারে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে সড়ক ও জনপথ বিভাগ ও হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম।