ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন
সিলেট সদর ও ফেঞ্চুগঞ্জের ৮ ইউপিতে নির্বাচন কাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৩, ৪:২৯:১৩ অপরাহ্ন
# খাদিমনগরের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে ভোটগ্রহণ স্থগিত
স্টাফ রিপোর্টার: সিলেট সদরের ৩টি ও ফেঞ্চুগঞ্জের ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দপ্তরসমূহ। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। এতে ফেঞ্চুগঞ্জের ৫টি ইউনিয়নে ৮১ হাজার ৮শ’ ৩৩ জন ভোটার ও সিলেট সদরের তিনটি ইউনিয়নে ৮৪ হাজার ৮শ’ ৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দুই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে ১৪৭ জনসহ সর্বমোট ১৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে মামলা সংক্রান্ত জটিলতায় সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে একটি ওয়ার্ডে শুধু মেম্বার পদে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। অবশ্য চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সিলেট সদর উপজেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য ৩৯ জন ও সাধারণ সদস্য পদে ১৪৭ জনসহ সর্বমোট ১৯৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মো. দিলোয়ার হোসেন (চশমা), বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইকলাল আহমদ (নৌকা) প্রতীক নিয়ে লড়ছেন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৮শ’ ৮৫ জন। ভোটকেন্দ্র ৯টি।
৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. নজরুল ইসলাম বিলাল (নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল কাদির (মোটরসাইকেল), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম (হাতপাখা), জাতীয় পার্টি- জেপি মনোনীত প্রার্থী ইফতেখার আহমদ লিমন (বাইসাইকেলে), স্বতন্ত্র পদপ্রার্থী বদরুল ইসলাম আজাদ (ঘোড়া), স্বতন্ত্র পদপ্রার্থী মো. ছইদুর রহমান এনাম (আনারস), স্বতন্ত্র পদপ্রার্থী মোহাম্মদ আবু সাইদ (অটোরিকশা) ও স্বতন্ত্র পদপ্রার্থী মো. মহিব উদ্দিন (চশমা) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। এই ইউনিয়নে ভোটার সংখ্যা ৩১ হাজার ২শ’ ৮০ জন। কেন্দ্র সংখ্যা ১১টি।
৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী মো. সফিকুর রহমান (আনারস), বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী রাজু গোয়ালা (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী রফিক আহমদ (চশমা) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়া, একইদিন টুকেরবাজার ইউনিয়নে সংরক্ষিত আসনের মহিলা ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রার্থী রয়েছেন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৮শ’ ৮৫ জন।
রিটার্নিং অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হবে। কেন্দ্রেকেন্দ্রে ভোটার সরঞ্জাম আজ পৌঁছে যাবে। তিনি খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নির্বাচন মামলা সংক্রান্ত জটিলতার কারণে স্থগিত করা হয়েছে বলে জানান। নির্বাচনের প্রস্তুতি ভালো বলে জানান তিনি।
অপরদিকে, গতকাল মঙ্গলবার ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের ভোটগ্রহণেরও সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৫টি ইউনিয়নে ২৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৮৬ হাজার ৭ শত ৮০ জন ভোটার আগামীকাল ১৬ মার্চ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৫ ইউনিয়নে ৪৫টি ভোটকেন্দ্রে ৪৫ জন প্রিজাইডিং অফিসার, ৫০৬ জন পোলিং অফিসার, এবং ২৫৩ জন সহকারী পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। সব কটি কেন্দ্রে ইভিএমে ভোট নেয়া হবে।
উপজেলার ১নং সদর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তয়ফুর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ইকবাল আহমেদ খান (ঘোড়া), আক্তার আলী (আনারস) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
২নং মাইজগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন জুবেদ আহমেদ চৌধুরী (নৌকা)। স্বতন্ত্র প্রার্থীরা হলেন- নুরুল ইসলাম বাসিত (মোটরসাইকেল), জুমাদুল করিম চৌধুরীর (চশমা), মুহিত আহমেদ শাহ (আনারস), ইমরান আহমেদ চৌধুরী (ঘোড়া), আহমেদ বেলায়েত আলম (অটোরিকশা)।
৩নং ঘিলাছড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন সাইফুল ইসলাম (নৌকা)। স্বতন্ত্র প্রার্থীরা হলেন- আফতাব আলী (ঘোড়া), রুকনুজ্জামান চৌধুরী (চশমা), আমিনুর রহমান (টেবিল ফ্যান), আশরাফ আলী খান (আনারস), বুরহান উদ্দিন সিন্ধু (মোটর সাইকেল) ও শেখ মো. আখতার হোসেন (অটোরিকশা)।
৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন লুদু মিয়া (নৌকা)। স্বতন্ত্র প্রার্থীরা হলেন- ফজলুর রহমান (ঘোড়া), আহমেদ জিলু (আনারস), সিরাজুল ইসলাম সাজুল মোটরসাইকেল), জাতীয় পার্টির সুহেল ইসলাম সুহেল (লাঙ্গল)।
৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন জুনেদ আহমেদ (নৌকা)। স্বতন্ত্র প্রার্থীরা হলেন- আবজাল হোসাইন (ঘোড়া), এমরান উদ্দিন (আনারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার শুক্কুর মাহমুদ জানান, নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি হিসেবে গতকাল মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনের সার্বিক পরিস্থিতি ভালো বলে মন্তব্য করেন তিনি।
খাদিমনগরের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে ভোটগ্রহণ স্থগিত:
অপরদিকে সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। তবে এই ওয়ার্ডে চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো.মুক্তার হোসেন ও মো.আব্দুল কাদিরের রিট পিটিশন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন হাইকোর্ট।
নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেন।
জানা যায়, ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের প্রার্থী মো. মুক্তার হোসেন ও মো.আব্দুল কাদিরের মনোনয়নপত্র প্রথমে উপজেলা নির্বাচন অফিসার বাতিল ঘোষণা করেন। বাতিলের বিরুদ্ধে সিলেট জেলা নির্বাচন অফিসে আপিল করেন। সেখানেও তাদের আপিল খারিজ করা হয়। পরে তারা ন্যায় বিচারের আশায় উচ্চ আদালতে যান। এরপ্রেক্ষিতে সাধারণ সদস্য পদে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
এ বিষয়ে সিলেট সদর উপজেলা নির্বাচন অফিসার ও ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন রিটার্নিং অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তবে এই ওয়ার্ডে চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।