শোষণহীন সমাজ ব্যবস্থার অগ্রসৈনিক ছিলেন মাছুম আহমেদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৩, ৪:৩৪:৩১ অপরাহ্ন
——বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আরশ আলী
১৪ দলীয় জোটের কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন এবং শোষণহীন সমাজব্যবস্থার বাংলাদেশ বিনির্মাণের এক অগ্রসৈনিক ছিলেন গণতন্ত্রী পার্টির নেতা মাছুম আহমেদ। আজীবন একই চিন্তা ও চেতনার আদর্শ লালন করে জনপ্রত্যাশা পূরণে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। কিন্তু প্রয়োজন সময়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে, যেখান থেকে কেউ আর ফিরে আসে না।
গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে সিলেটের প্রগতিশীল আন্দোলনের অগ্রসৈনিক, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ভার্থখলা জামে মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সদস্য মরহুম মাছুম আহমেদ স্মরণে গণতন্ত্রী পার্টি আয়োজিত শোকসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণতন্ত্রী পার্টির জেলা সভাপতি মোঃ আরিফ মিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক গুলজার আহমেদের সঞ্চালনায় এতে স্মৃতিচারণ করেন জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাবেক পিপি এডভোকেট ইইউ শহীদুল ইসলাম শাহীন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা সিকন্দর আলী, জেলা ন্যাপ সভাপতি আব্দুল মতিন, নগর আ’লীগের দফতর সম্পাদক খন্দকার মহসিন কামরান, জেলা জাসদ নেতা একে কিবরিয়া চৌধুরী, বাসদ (মার্কসবাদী)’র জেলা সমন্বয়ক উজ্জøল রায়, জেলা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ব্রজগোপাল চৌধুরী, জেলা বাসদ নেতা আবু জাফর, জেলা সাম্যবাদী আন্দোলনের সদস্য এডভোকেট রনেন সরকার রনি, জেলা বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক সিরাজ আহমেদ, লাউয়াই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস ছত্তার, ২৬নম্বর ওয়ার্ড আ’লীগ সভাপতি আব্দুস সালাম শাহেদ, জেলা গণতন্ত্রী পার্টির সহ-সভাপতি আসাদ খান, সাংগঠনিক সম্পাদক চঞ্চল মাহমুদ ফুলর, নগর গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যাপক প্রাণকান্ত দাস, সদস্য সচিব শ্যামল কপালী, জেলা দফতর সম্পাদক আজিজুর রহমান খোকন, নির্বাহী সদস্য ডা. সুভাষ কান্তি দাস ও মরহুম মাছুম আহমেদের বড় মেয়ে মিলি আহমেদ।
উপস্থিত ছিলেন জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সিনিয়র নির্বাহী সদস্য লায়েক আহমেদ, মোঃ নাজিম উদ্দিন, এডভোকেট আবু তালেব মিয়া, অধ্যাপক আখলাকুল আসপিয়া, দুলাল মিয়া, শংকর ঘোষ, বাবুল আহমদ চৌধুরী, কালা মিয়া, মরহুম মাছুম আহমেদের ছোট বোন নাসিমা বেগম ও ছোট মেয়ে জুলি আহমেদ প্রমুখ। শোকসভার শুরুতে মরহুম মাছুম আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।-বিজ্ঞপ্তি