নগরীতে স্বামী পরিত্যাক্তাকে ধর্ষণের ঘটনায় যুবক কারাগারে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৩, ৩:৫০:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
সিলেট নগরীতে স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের ঘটনায় মাহবুবুর রহমান জনি (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাকে কারাগারেও পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত জনি বিশ্বনাথ উপজেলার একাভিম গহরপুর গ্রামের আব্দুল খালিকের পুত্র ও নগরের জিন্দাবাজারের ব্যবসায়ী।
জানা গেছে, সিলেট নগরীর মুন্সীপাড়ায় বসবাসকারী স্বামী পরিত্যক্তা এক নারীর সাথে জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী মাহবুবুর রহমান জনির (৩৬) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্কের জেরে তারা সিলেটের বিভিন্ন স্থানে ঘুরতে যান। একপর্যায়ে গত ১ মার্চ এভাবে দু’জন ঘুরতে বের হয়ে দুপুরের দিকে জনি মহানগরের সুবিদবাজারস্থ তার খালার বাসায় ওই নারীকে নিয়ে যায়। পরে তাকে ওই বাসার একটি কক্ষে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।
ঘটনার পর ওই নারী বিয়ের কথা বললে জনি নানা টালবাহানা শুরু করে। পরে গত রোববার ওই নারী বাদী হয়ে নগর পুলিশের এয়ারপোর্ট থানায় জনির বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। ওইদিন রাতেই পুলিশ জনিকে আটক করে। পরদিন সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন এ ঘটনার সত্যতা স্বীকার করে সিলেটের ডাককে বলেন, ঘটনার শিকার নারীর মামলা দায়েরের পরপরই ধর্ষককে গ্রেফতার করা হয়। আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।