সিলেট ও সুনামগঞ্জে ঝড়-শিলাবৃষ্টি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৩, ৩:৫৬:৩৬ অপরাহ্ন
কৃষি বিভাগ বলছে, বৃষ্টিতে ফসলের তেমন ক্ষতি হবে না
স্টাফ রিপোর্টার:
বৃষ্টির অভাবে বোরো মৌসুমে শুকিয়ে যাচ্ছিলো কৃষি ক্ষেত। বৃষ্টির জন্য ছিল হাহাকার। এবার ঝড়ো হওয়ার সঙ্গে শিলাবৃষ্টি অন্যরকম চিন্তার ভাঁজ ফেলেছে কৃষকদের কপালে। বুধবার ভোরে সিলেট ও সুনামগঞ্জে ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে করে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছে, এখন বৃষ্টিতে ফসলের তেমন ক্ষতি হবে না।
গত কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস বলছিল, সিলেট অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা রয়েছে। দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিম হোসাইন বলেন, বুধবার ভোর ৪টা ১০ মিনিট থেকে সিলেটে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি শুরু হয়। ভোর ৬টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়। আর বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয় ২১ দশমিক ৫ মিলিমিটার। এছাড়া, দমকা হাওয়া ও বৃষ্টির সঙ্গে অন্তত তিন মিনিট শিলাবৃষ্টি হয়েছে।
এদিকে, দমকা হওয়া ও বজ্রবৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি আম ও লিচুর মুকুল ঝরে পড়ার পাশাপাশি মাঠের ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
সিলেটের সুরমা নদীর তীরবর্তী কৃষক ইন্তাজ আলী ও আব্দুল খালিক বলেন, মিষ্টি কুমড়া, শসা, ও তরমুজ চাষ করেছেন তারা। গত বছরও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকালের শিলাবৃষ্টিতেও ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা।
অপরদিকে, সুনামগঞ্জ সদর, তাহিরপুর, ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলায় বছরের প্রথম শিলাবৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত থেমে থেমে জেলার বিভিন্ন উপজেলায় এই শিলাবৃষ্টি হয়। এদিকে, শিলাবৃষ্টির কারণে বোরো ফসল নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছে, এখন বৃষ্টিতে ফসলের তেমন ক্ষতি হবে না।
সুনামগঞ্জ কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, সুনামগঞ্জ সদরসহ বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। এতে হাওরের বোরো ফসলের তেমন কোনো ক্ষতি হবে না। কারণ বোরো ধানের ফুল এখনও বের হয়নি। তবে আরও কিছুদিন পর শিলাবৃষ্টি হলে ধানের ক্ষতি হতে পারে।