কুশিয়ারায় ধরা পড়লো ৩ মণ ওজনের বাঘাইড় মাছ, কেটে বিক্রি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৩, ৩:৫৮:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
সিলেটের কুশিয়ারা নদীতে ৩ মণ ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে। মঙ্গলবার দুপুরে মাছটি বিক্রির জন্য সিলেট নগরীর লালবাজারে তুলেন মৎস্য ব্যবসায়ী আনোয়ার হোসেন। এদিন সকালে কুশিয়ারা নদীর জকিগঞ্জ এলাকায় জেলেদের জালে ধরা পড়ে বাঘাইড় মাছটি। গতকাল বুধবার মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হয়।
মৎস্য ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, এত দাম দিয়ে আস্ত মাছটি কেউ কিনবে না। ফলে কেটে বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। বুধবার মাছটি কেটে কেজি দরে বিক্রি করি। দুই হাজার টাকা কেজি ধরে মাছটি বিক্রি করা হয়। মাছটি দেখার জন্য অনেকেই বাজারে ভিড় করেন।
এর আগে ২০২১ ও ২০২২ সালে কুশিয়ারা নদীর জকিগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এলাকায় অন্তত চারটি বাঘাইড় মাছ ধরা পড়ে। যার ওজন ১০০ কেজি থেকে ১৫০ কেজি ওজনের।
ব্যবসায়ীরা জানান, প্রতি বছরই এক থেকে দুইটি বাঘাইড় মাছ কুশিয়ারা নদীতে ধরা পড়ে।